close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

করিমগঞ্জে বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি!!..

KUTUB UDDIN AHMED avatar   
KUTUB UDDIN AHMED
করিমগঞ্জে বজ্রপাতে তিনটি গরু মৃত, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষক হাজী গোলাপ মিয়ার ছেলে মো. কামাল মিয়ার নিহত গরুগুলোর সংগৃহীত বিবরণে অস্বাভাবিক ঘটনার বিবরণ।..

 

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সালুয়াকান্দি গ্রামে বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত গরুগুলো স্থানীয় কৃষক হাজী গোলাপ মিয়ার ছেলে মো. কামাল মিয়ার। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো  কৃষক সাইফুল ইসলাম তাঁর তিনটি গরু গ্রামের পাশের মাঠে চড়তে দেন। হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে গেলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাঝেই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়। বজ্রপাতে আশপাশে থাকা অন্যান্য গবাদিপশুর কোনো ক্ষতি না হলেও সাইফুল ইসলামের গরুগুলোর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক কামাল মিয়া জানান, “গরুগুলো আমার সংসারের মূল ভরসা ছিল। সব মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন কীভাবে সংসার চালাবো, বুঝতে পারছি না।”

ঘটনার খবর পেয়ে স্থানীয়  ইউপি সদস্য  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বিষয়টি উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তরকে জানানো হবে। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতের সময় খোলা জায়গায় গবাদিপশু না রাখার জন্য সাধারণ কৃষকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের ঘন মেঘ, বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু-বাছুর নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

Nenhum comentário encontrado