close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কপোতাক্ষের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে তালার ইউএনও

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল কপোতাক্ষ নদের ভাঙ্গনে ডুমুরিয়া ও শাহাজাতপুর এলাকায় চারটি স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল কপোতাক্ষ নদের ভাঙ্গনে ডুমুরিয়া ও শাহাজাতপুর এলাকায় চারটি স্থানে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন।

রবিরাব (৬ এপ্রিল '২৫)  উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালউট, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস এম লিয়াকত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত নদের ভাঙ্গনে তালা উপজেলার ডুমুরিয়া ও শাহাজাতপুর এলাকায় চারটি স্থানে বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে ব্যাপক এলাকা প্লাবিত হতে হবার আশংকা করছে এলাকাবাসী। 

Không có bình luận nào được tìm thấy