close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কৌশলে ‘নির্বাচনের দাবি’ বানিয়ে ফেলা হয়েছে;নাহিদ ইসলাম

Satyajit Das avatar   
Satyajit Das
National Citizen Party (NCP) held a protest rally in Sreemangal as part of its "July to Rebuild the Nation" campaign. NCP Convener Nahid Islam accused the government of suppressing dissent a..

সত্যজিৎ দাস:

পুলিশ হত্যা মামলাকে কেন্দ্র করে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা ৩ আগস্ট একদফায় স্পষ্ট করেছি,এই লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। আমাদের দমন-পীড়ন করা হয়েছে বলেই প্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হয়েছি।”

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বেরিরপাড় এলাকায় "দেশ গড়তে জুলাই" পদযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

 

নাহিদ ইসলাম বলেন,“আমাদের অনেক দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু সেগুলোকে কৌশলে শুধুই ‘নির্বাচনের দাবি’ বানিয়ে ফেলা হয়েছে। আমরা নির্বাচন চাই তবে তা ফ্যাসিবাদ নয়,গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবেই চাই। আমরা ভোটাধিকার আদায়ের শক্তি।”

 

সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা নতুন সংবিধান চাই,যেখানে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে,থাকবে সব জাতি-ধর্ম-বর্ণের সমান মর্যাদা ও ঐতিহাসিক লড়াইয়ের স্বীকৃতি।”

 

এর আগে শহরের শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রাটি কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে বেরিরপাড়ে গিয়ে শেষ হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বক্তব্য রাখেন;এনসিপির সদস্যসচিব আখতার হোসেন,মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী,সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার,জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ,সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।

 

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন;এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব,এহতেসামুল হক,মনিরা শারমিন,অর্পিতা শ্যামা দেব,যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম,জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এহসান জাকারিয়া,কবিরুল ইসলাম রুমন,আব্দুল বারী খোবায়েব ও সাফওয়ান জাহান চৌধুরী।

कोई टिप्पणी नहीं मिली