close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কোটালীপাড়ায় অবৈধ নসিমন চাপায় চালক নিহত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ নসিমন চাপায় এক চালক নিহত হয়েছে, তিন অক্ষত রয়েছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবার সহ সচেতন মহলে সড়ক আইন যথাযথভাবে বাস্তবায়নের জোর সুপারিশ জানিয়েছেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ নসিমন চাপায় এক সন্তানের জনক রিমন শেখ (৩৫) নামক এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা অন্য তিন জন অক্ষত রয়েছেন। নিহত ব্যক্তি কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে।

বুধবার (২৮ মে '২৫) ভোর ৬ টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ীতে থাকা রোহান শেখ সাংবাদিকদের জানান- ঘাঘর বাজার দেলোয়ার এন্ড ব্রাদার্স এর বালু মান্দ্রা গ্রামে নামিয়ে ফেরার পথে ঘটনা স্থলে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়, এতে আমরা তিনজন সরে যেতে পারলেও চালক রিমন গাড়ির নিচে চাঁপা পড়ে, পরে অন্য ট্রাকের সহযোগীতায় নসিমন সরিয়ে চালককে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন - থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, নিজের গাড়িতে চাপা পড়ে মারা গেছে বিধায় কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা বেড়েই চলেছে ফলে যাত্রীসহ সাধারণ পথচারীরা খুবই উদ্বিগ্ন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসনকে কঠোর হস্তে অবৈধ ট্রলি, নসিমন করিমন/ ভটভটি চলাচল বন্ধ করা ও মহাসড়কে ব্যাটারি চালিত ইজিবাইক/রিক্সা/ভ্যান চলাচল নিষিদ্ধ করে সড়ক আইন যথাযথভাবে বাস্তবায়নের জোর সুপারিশ জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবার সহ সচেতন মহল।

Nenhum comentário encontrado


News Card Generator