close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার বিদেশি মদ জব্দ! 

সাকিব চৌধুরী চট্টগ্রাম avatar   
সাকিব চৌধুরী চট্টগ্রাম
****

 


চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে (৩ মে২০২৫) শনিবার ভোর ৫টায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা দেখতে পান, কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি একটি ডেনিশ বোট থেকে বস্তা নামাচ্ছেন। আভিযানিক দল তাদের থামার সংকেত দিলে তারা বোট ও বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১০৫৬ ক্যান হাইনেকেন অরিজিনাল বিয়ার, ১১৬১ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল। এছাড়াও পাচারকারীদের ফেলে যাওয়া একটি ডেনিশ বোটও জব্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও কোস্ট গার্ডের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। 
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত বোট ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তারা ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মাদক চোরাচালান রোধে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator