close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কোম্পানীগঞ্জে স্বচ্ছ লটারির মাধ্যমে ৮টি ইউনিয়নে ১৬ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন :  (নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বচ্ছ লটারির মাধ্যমে ৮টি ইউনিয়নের জন্য ১৬ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা হলরুমে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজিব চন্দ্র রায়, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, আগ্রহী আবেদনকারীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ১৬টি ডিলার পয়েন্টে মোট ৯৭টি প্রতিষ্ঠানের মালিক আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭টি আবেদন বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়। বাকি আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হন ১৬ জন।

নির্বাচিত ডিলাররা হলেন:

১নং সিরাজপুর ইউনিয়ন: কালী বাড়ী - আবুল কালাম, লোহার পুল - লুৎফুর রহমান

২নং চরপার্বতী ইউনিয়ন: চৌধুরী হাট - নেজাম উদ্দিন, কদম তলা - মোঃ ইলিয়াছ

৩নং চরহাজারী ইউনিয়ন: হাজারী হাট - ইমাম হোসেন, শান্তির হাট - মোঃ আরিফুর রহমান

৪নং চরকাঁকড়া ইউনিয়ন: নতুন বাজার - আবু নাছের, পেশকার হাট - এ.এস.এম নাসির উদ্দিন

৫নং চরফকিরা ইউনিয়ন: বটতলী বাজার - দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট - আবদুল আজিজ নোবেল

৬নং রামপুর ইউনিয়ন: বামনী পশ্চিম বাজার - কামরুল ইসলাম, বামনী পূর্ব বাজার - মোঃ আবুল হাসনাত জুয়েল

৭নং মুছাপুর ইউনিয়ন: চৌধুরী বাজার - মাইন উদ্দিন, বাংলা বাজার - সৈয়দ মোনাঈম বিল্লাহ

৮নং চরএলাহী ইউনিয়ন: গাংচিল বাজার - নূর নবী, এলাহীবাজার - মোঃ নূরুল হুদা


কালীবাড়ী কেন্দ্রের আবেদনকারী ওবায়দুল হক ও কামরুল হোসেন আবেদন প্রত্যাহার করায় আবুল কালাম একক প্রার্থী হিসেবে ডিলার পদে নির্বাচিত হন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, “ডিলার নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। উপজেলা প্রশাসন জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

 

कोई टिप्पणी नहीं मिली