কোম্পানীগঞ্জে নববধূর অপমৃত্যু, বিষপানে মৃত্যুর খবর থানায়..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
আবদুল্লাহ আল মামুন (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক নববধূর অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নববধূর নাম তাজনাহার আক্তার প্রীতি রাণী (১৯)।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে তাজনাহার আক্তার প্রীতি রাণীর সঙ্গে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মোঃ মঈন উদ্দিন (২৮)-এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র ১৭ দিন পর প্রীতি রাণী বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে পুনরায় নিতে না আসায় তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

পরিবারের দাবি, স্বামীর বাড়িতে ফিরে যেতে না পারায় প্রীতি রাণী মানসিকভাবে ভেঙে পড়েন। এরই ধারাবাহিকতায় গত ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে পরিবারের অগোচরে তিনি বিষজাতীয় দ্রব্য পান করেন বলে অভিযোগ রয়েছে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি বাড়ির বসতঘরে মাটিতে শোয়ানো অবস্থায় দেখতে পান।

নিহতের পরিবার জানায়, দাম্পত্য জীবনের কলহ ও মানসিক অভিমানের কারণেই প্রীতি রাণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় নিহতের মা খাইরুন্নেছা কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দাখিল করেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম  জানায়,  অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা  করা হয়েছে  । ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশ পোস্টমর্টান করার জন্য নোয়াখালী জেনারেটর হাসপাতাল প্রেরণ করা হবে। 

Keine Kommentare gefunden


News Card Generator