close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ: দগ্ধ ভাই-বোনের মর্মান্তিক মৃ*ত্যু..

Abdullah al Mamun avatar   
Abdullah al Mamun
নোয়াখালী প্রতিনিধি │ আবদুল্লাহ আল মামুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বড় মেয়ে ঐর্দিকা (৮) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ছোট ভাই তূর্য (৪) মারা যায়।

এর আগে, ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোড এলাকার ‘রাহাত মঞ্জিল’-এর দ্বিতীয় তলার ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।

নিহত শিশুদের বাবা কুমোদ চন্দ্র নাথ জানান,

“সেদিন রাতে আমরা দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ গ্যাস পাইপ বিস্ফোরণে আগুন ধরে যায়। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী সবিতা রানী নাথ ও দুই সন্তান দগ্ধ হই।”

তিনি আরও জানান, ঐর্দিকা ও তূর্যের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল, আর তিনি ও তাঁর স্ত্রী তুলনামূলক কম দগ্ধ হন (২০ শতাংশের নিচে)।

দগ্ধ সবাইকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে গুরুতর আহত অবস্থায় ঐর্দিকা ও তূর্যকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিনের ব্যবধানে দুই ভাই-বোনই মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,

“বিষয়টি এখনো আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”


🕯️ স্থানীয়দের দাবি, বাড়িটির গ্যাস সংযোগে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল, যা কর্তৃপক্ষের নজর এড়ায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator