close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কোচের উপর বিদ্রোহের ঘোষণা : জাতীয় দলে ফিরতে চান না লেভানডফস্কি..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

ক্লাব মৌসুম শেষে দারুণ ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কির জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। বার্সেলোনার হয়ে সফল মৌসুম কাটিয়ে পোল্যান্ডে ফিরে মলদোভার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে না খেললেও ধারণা ছিল, ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে তাঁকে। তবে ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা আগে পর্যন্তও দলে তাঁর কোনো উপস্থিতি নেই।

শেষ পর্যন্ত জানা গেল, পোলিশ স্ট্রাইকার রীতিমতো বোমা ফাটিয়েছেন। কোচ মিচাল প্রোবিয়েৎসের অধীনে আর জাতীয় দলে খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে লেভা লেখেন:

> “বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলের কোচের প্রতি আস্থা হারানোকে সামনে রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি, যত দিন তিনি কোচ থাকবেন, তত দিন আমি পোল্যান্ড জাতীয় দলে খেলব না। আমার আশা, একদিন আবার বিশ্বের সেরা সমর্থকদের সামনে আবারও খেলতে পারব।”

 

শুধু মানসিক ক্লান্তি নয়, এ যেন কোচের প্রতি সরাসরি অনাস্থা। ধারণা করা হচ্ছে, নেতৃত্ব বদল নিয়েও অসন্তুষ্ট লেভানডফস্কি। কোচ প্রোবিয়েৎস সম্প্রতি ইন্টার মিলানের মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই দলের অভিজ্ঞতম ফুটবলারের এমন সিদ্ধান্তে অনেকেই নেতৃত্ব বদলের বিষয়টিকে কারণ হিসেবে দেখছেন।

পোল্যান্ডের জার্সিতে ১৫৮ ম্যাচে ৮৫ গোল করে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লেভা, যাঁকে অনেকে পোল্যান্ডের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ বলেও মানেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে ফার্নান্দো সান্তোসকে বরখাস্ত করে প্রোবিয়েৎসকে দায়িত্ব দেয় পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর অধীনে এখন পর্যন্ত ২০ ম্যাচে ১০ জয়, ৬ হার ও ৪ ড্র করেছে পোল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও ভালো করেছে দল, লিথুয়ানিয়া ও মাল্টাকে হারিয়ে ‘জি’ গ্রুপে শীর্ষে রয়েছে তারা।

তবে গুরুত্বপূর্ণ ফিনল্যান্ড ম্যাচের ঠিক আগমুহূর্তে লেভার এমন ঘোষণায় বড়সড় ধাক্কা খেল পোল্যান্ড। আন্তর্জাতিক ফুটবল থেকে আপাতত অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ালেন তিনি। জানা গেছে, লেভা জুলাইয়ের মাঝামাঝি সময়ে বার্সেলোনার প্রাক-মৌসুম ক্যাম্পে ফিরবেন।

कोई टिप्पणी नहीं मिली