বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার 'কলমের স্বপ্ন, ফোরামের পথ: নবীন সদস্যদের পরিচিতি' শীর্ষক অনলাইন অনুষ্ঠানটি বুধবার (২০ আগস্ট) রাত ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে এবং সদস্য প্রতীক মন্ডলের সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই, রিফাত কুরআন তিলাওয়াত করেন, অদ্রিতা দাস গীতা পাঠ করেন এবং আব্দুল কাদের নাগিব গজল পরিবেশন করেন। এছাড়া, সঙ্গীত পরিবেশন করেন তাওহিদা সুলতানা ও রিশাদ আহমেদ। নুসরাত জাহান স্মরণিকা ও প্রযুক্তা রায় কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ করেন।
অনুষ্ঠানে বক্তৃতা দেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক কালবেলার রিপোর্টার আমজাদ হোসেন হৃদয়, সমকালের রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফেল এবং ফোরামের জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফেল বলেন, 'লেখার প্রথম শর্ত হলো পড়া। ভালো লিখতে হলে জাতীয় পত্রিকার লেখাগুলো বিশ্লেষণ করতে হবে। নতুনরা ছোট ছোট লেখা দিয়ে শুরু করলে লেখা ছাপানোর সম্ভাবনা বেশি থাকবে।'
দৈনিক কালবেলার রিপোর্টার ও ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, 'বাংলাদেশ গঠনে লেখকদের বিকল্প নেই। লেখকরা যেকোনোকিছু গতানুগতিকভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করেন, তাই তারা সমাজের অন্যরকম চিন্তাভাবনার মানুষ হয়ে ওঠেন।'
সমকালের রিপোর্টার ও জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, 'সবার মধ্যে সুপ্ত প্রতিভা আছে, লেখালেখি সেই প্রতিভাকে প্রকাশের অন্যতম উপায়। আন্তর্জাতিক বিষয় ও অর্থনীতি নিয়ে লেখার প্রতি আগ্রহী হতে হবে।'
ফোরামের জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, 'লেখালেখিকে সমৃদ্ধ করতে হলে বেশি বেশি পড়তে হবে এবং অভিজ্ঞদের কাছে লেখা যাচাই করাতে হবে।'
ফোরামের জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম উল্লেখ করেন, 'লেখালেখিতেও সফল হওয়া যায়, আমাদের ফোরামের লেখকরা তার প্রমাণ।'
ফোরামের জবি শাখার সদস্য রিফাত হোসেন বলেন, 'লেখা প্রকাশ পাক বা না পাক, লেখালেখি চালিয়ে যাওয়াটাই জরুরি।'
অনুষ্ঠানে নবীন সদস্যরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং নুসরাত জাহান স্মরণিকা ও প্রযুক্তা রায় নিয়মিত এই ধরনের আয়োজনের আহ্বান জানান।
এই আলোচনায় আরো জানানো হয় যে, আগামী ২ সেপ্টেম্বর ফোরামের জবি শাখার পক্ষ থেকে নবীনবরণ ও লেখক সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।