সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
সীতাকুণ্ড ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি লায়ন আসলাম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর দুপুর ২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বিএনসিসি সদস্যদের গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে সংবর্ধনা জানানো হয়। পরে কলেজের হলরুমে আয়োজিত পরিচালনা কমিটির সভায় শিক্ষক মণ্ডলী ও অভিভাবক প্রতিনিধি ফুলেল শুভেচ্ছা জানিয়ে লায়ন আসলাম চৌধুরীকে বরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শহশ্রাধিক নেতা-কর্মীদের উদ্দেশে লায়ন আসলাম চৌধুরী বলেন, “আমি আপনাদের, আর আপনারা আমার। আপনাদের ভালোবাসাতেই আমি বেঁচে আছি। আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সীতাকুণ্ডবাসীর সেবা করার সুযোগ দিন।” এডহক কমিটির সভায় কলেজ অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং সাবেক ছাত্রনেতা ও এডহক কমিটির সদস্য বখতিয়ারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



















