close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কলারোয়ায় শিক্ষক কর্মচারীদের সমাবেশে শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষক কর্মচারীদের সমাবেশে শিক্ষার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা জেলার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমিতির উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন '২৫) শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, "শিক্ষক-কর্মচারী ও শিক্ষার সাথে সবসময় আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো।" তিনি শিক্ষকদের দাবি-দাওয়া সমর্থন করার আশ্বাস দেন এবং বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেন, "বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।" তিনি আরও বলেন, "আগামীতে ক্ষমতায় এলে কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নসহ নন এমপিও কলেজ গুলো এমপিও করার আশাবাদ ব্যক্ত করছি।"

এই সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখার আহবায়ক ও কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম শহিদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন কলারোয়া ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো: আবু বক্কর সিদ্দীক, শেখ আমানউল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা সকলেই শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাদের বক্তব্যে উল্লেখ করা হয়, শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন এবং শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ। যুবদলের যুগ্ম সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দও তাদের বক্তব্যে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বারোপ করেন।

এই সমাবেশ শিক্ষকদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে এবং তারা আশা করছেন যে, তাদের দাবি পূরণে বিভিন্ন মহল থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যাবে।

Nessun commento trovato