close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কলারোয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে '২৫) ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সকাল ৭:৩০ মিনিট হতে শুরু হয়ে দিনব্যাপী এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামানের সভাপতিত্বে নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক ও সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাজান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওমর ফারুক।

শিক্ষাীশিবিরের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি।

এছাড়া আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য একেএম কোরবান আলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ আলী, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জাহিদ হাসান মিঠু, শামসুল আলম বুলবুল, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিবৃন্দ।

বক্তারা বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বিষয় ভিত্তিক বক্তব্য প্রদান করেন‌

শিক্ষা শিবিরে কলারোয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক মজবুতি প্রশিক্ষণের লক্ষ্যে ৪ শতাধিক ইউনিট সভাপতি অংশগ্রহণ করেন।

没有找到评论