close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ক্লাব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ম্যান সিটি ও চেলসি

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
টানা সফলতার পর ২০২৪-২৫ মৌসুম একেবারে বাজে কেটেছে ম্যানচেস্টার সিটির। শিরোপা ছাড়াই মৌসুম কাটাতে হয় তাদের। অন্যদিকে চেলসির কেটেছে দারুণ ভাবে। জিতেছে কনফারেন্স লিগ শিরোপা..

কনফারেন্স লিগ জিতে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের জন্য জায়গা নিশ্চিত করে রেখেছে চেলসি। তবে তার আগে সিটি ও চেলসির পরিক্ষা ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। এই আসরকে কেন্দ্র করে দল ঘোষণা করেছে দুই দল ই। 

ক্লাব বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার সিটি চার ফুটবলারকে দলে সাইন করিয়েছে৷ সেই চারজনই রয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। চেলসি থেকে গোলরক্ষক বেটিনেলি, এসি মিলান থেকে তিজান্নি রেইন্ডার্স, উলভারহ্যাম্পটন থেকে আইত-নৌরি এবং লিওঁ থেকে দলে নেয়া রায়ান চেরকিকেও দলে রাখা হয়েছে। এছাড়া বাকি প্রতিটি খেলোয়াড়'ই সদ্য শেষ হওয়া মৌসুমের নিয়মিত মুখ। 

চেলসি বিশ্বকাপের আগে তিনজন ফুটবলারকে সাইন করিয়েছে৷ সবাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে। তাদের মধ্যে রয়েছে ডিফেন্ডার মামাদু সার, মিডফিল্ডার ডারিও এসুগো এবং স্ট্রাইকার লিয়াম ডেলাপ। তবে, ফেলিক্স, চিলওয়েল, রাহিম স্টার্লিং,জর্ডজে পেট্রোভিক, অ্যাক্সেল ডিসাসি, কেন্ড্রি পেজ এবং রেনাতো ভিগারের মতো খেলোয়াড় জায়গা পায়নি দলে। গুঞ্জন আছে, তাদের সবাইকে বিক্রি করে দিতে পারে৷

No se encontraron comentarios