কলা বাগান থেকে মাদ্রাসার তিন ছাত্রকে উদ্ধার

Md Abu Nayem avatar   
Md Abu Nayem
কলা বগানে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল তিন জন ছাত্র!

টাঙ্গাইল সখীপুরে হাত পা  বাঁধা অবস্থায় তামজিদ আহমেদ (১৪), মাহিম মিয়া  (১২) আরাফাত রহমাম (১৩) নামের এ তিন মাদ্রাসা ছাত্রকে একটি  কলাবাগান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
তাদের বাড়ি ঘাটাইল উপজেলার বড়চালা গ্রামে। ওই তিন শিশু জোড়দিঘী নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। 
জানা যায়, বুধবার আছরের নামাজের পর ওই তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে সখীপুরের কুতুবপুর গ্রামের  এক আত্মীয়ের বাসায় একটি অটোরিক্সা যোগে রওয়ানা দেয়। 
শিশু তামজিদ জানায়, ওই অটোতে একজন নারী এবং তিনজন পুরুষ তাদের মুখ চেপে ধরে। একপর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যার পর তাদের জ্ঞান ফিরলে তারা দেখে  একটি কলা বাগানে পড়ে আছে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।

No se encontraron comentarios