কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনার পাড়ায় হত্যার পর নিজ কন্যা শিশুর লাশ খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।
গতকাল শনিবার (০৫ জুলাই) রাত ১০ টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় আমান উল্লাহ (৪০) নামের এক ব্যক্তি প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে কাছে আসা চার বছর বয়সী শিশু কন্যাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আমান উল্লাহ ওই এলাকার মৃত নুরুল আলমের পূত্র।
পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মেয়ের মরদেহ নিকটস্থ মনখালী খালে ফেলে দেন ঘাতক পিতা। এসময় মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয় দোকানদার ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিবরণ দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ইনানী পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘাতক পিতাকে আটক করেন। পুলিশের উপরিস্থিতে আমান উল্লাহ হত্যার দায় স্বীকার করে বলে ইয়াবা ও গাঁজা সেবন করে মাতাল অবস্থায় স্ত্রীকে পেটানোর পর মেয়েকে হত্যা করেছে বলে জানান।
পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্তকে হেফাজতে রেখে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Nessun commento trovato