close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কক্সবাজারের রামুতে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের।

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার রামুতে ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা আড়াইটায় চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

তিনি বলেন, নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল খন্দকার পাড়া গ্রামেন ওমর ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমূখী একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় একটি মোটর সাইকেল চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম।

দূর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন।

No comments found