কক্সবাজারের রামু উপজেলায় গৃহপালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শফি আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত হয়েছেন তার গরুটিও।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফি আলম ওই গ্রামের মৃত নজরুল ইসলাম ওরফে নজুর পুত্র।
জানা যায়, কাহাতিয়া পাড়া জামে মসজিদের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে গরুটি বাঁধা ছিল। খুঁটির নিচে জমে থাকা পানিতে গরুটির রশি বিদ্যুতের খোলা তারে জড়িয়ে গেলে গরুটি বিদ্যুৎপৃষ্ঠ হয়। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে শফি আলম নিজেও বিদ্যুৎপৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং শফি আলমের নিথর দেহ উদ্ধার করেন।
রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গরুকে রক্ষা করতে গিয়ে একজন মানুষের জীবন চলে গেল।’
এঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
कोई टिप्पणी नहीं मिली