কক্সবাজারের মহেশখালী উপজেলায় গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১ টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দানু মিয়া (৪২) ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের পুত্র। ওই ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয়রা জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে জোয়ারের অতিরিক্ত পানি ঢুকে প্লাবিত হয়েছে মহেশখালীসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল সমূহ।
Tidak ada komentar yang ditemukan