কক্সবাজারের কিং অব বর্ডার ক্ষ্যত শাহীন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল। আজ বৃহস্পতিবার সকালে রামুর গর্জানিয়া থেকে তাকে আটক করে। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান।  
কক্সবাজার রামু উপজেলার বিভিন্ন সীমান্তের একচ্ছত্র নিয়ন্ত্রক গর্জনিয়ার শাহীন ডাকাত। তার নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী সক্রিয় রয়েছে। যারা সীমান্তের ওপার থেকে মাদক আর গরু নিয়ে আসে আর এপার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র পাচার করে। প্রতিদিন কোটি কোটি টাকার মাদক ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত তারা। 
জানা গেছে, আওয়ামী লীগের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় রাতারাতি সীমান্তের মাফিয়া বনে গিয়েছিলেন শাহীন ডাকাত। আর অস্ত্র চালানো এবং অস্ত্র ও দলের সদস্য সংগ্রহসহ বিভিন্ন কাজে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন সাবেক আরএসও নেতা নসরুল্লাহ। 
আরও জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি কমল ডাকাত শাহীনের নিরাপত্তায় গর্জনিয়ায় আত্মগোপনে ছিলেন। পরে অবৈধ পথ ব্যবহার করে বিদেশে চলে যান কমল। 
আওয়ামী লীগের পতনের পর শাহীন শেল্টার নেয়ার চেষ্টা করে বর্তমানে রাজনীতিতে সক্রিয় অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলের। কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সম্প্রতি চোরাই গরু আটকের সময় বিজিবির উপর হামলার পর থেকে শাহীনের সাম্রাজ্যে নড়বড় শুরু হয়। গত ১ জুন সংগঠিত ঘটনার পর তাকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার গর্জনিয়া থেকে তাকে গ্রেপ্তার হতে হল সেনাবাহিনীর জালে। 
স্থানীয়রা বলছেন, চোরাচালান সাম্রাজ্য মজবুত করার জন্য শাহীন সীমান্তে এমন কোন অপরাধ নেই যা করেননি। তার হাতে অসংখ্য মানুষ খুন হয়েছেন। খোদ তার নিজদলের মানুষও খুন হয়েছেন শাহীনের হাতে। তার বিরুদ্ধে থাকা ২২টি মামলার মধ্যে অন্তত ৮টি হত্যা মামলা। হত্যা, দিনদুপুরে ঘরবাড়ি পুড়িয়ে দেয়াসহ সকল অপরাধ বেপরোয়াভাবে করেছেন তিনি। ফলে সীমান্ত এলাকার ঘরে ঘরে এখন শাহীনের ক্ষত বয়ে বেড়াচ্ছে লোকজন।
  
    close
  
  
         
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কক্সবাজারের কিং অব বর্ডার ক্ষ্যত শীর্ষ সন্ত্রাসী শাহীন ডাকাত সেনাবাহিনীর হাতে আটক।..
 
			 
				কোন মন্তব্য পাওয়া যায়নি
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			