close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে শিক্ষকের গাফলতিতে এসএসসি পরিক্ষা দেওয়া হলো না ১৩ শিক্ষার্থীর.....

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে শিক্ষকের গাফলতিতে এসএসসি পরিক্ষা দেওয়া হলো না ১৩ শিক্ষার্থীর!

আজ ১০ এপ্রিল শুরু হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরিক্ষা। কক্সবাজার জেলা থেকে মোট ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থীর পরিক্ষায় বসার কথা। তবে উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

শিক্ষার্থীরা জানায়, ‘আমাদের বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থীর এবার মাধ্যমিক পরিক্ষা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তাদের রেজিষ্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেয়নি। তারা জানে না তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। শিক্ষকরা গত পরশুদিন থেকে প্রবেশ পত্র দেওয়ার বিভিন্ন সময় নিলেও এখন পর্যন্ত আমাদের হাতে প্রবেশ পত্র দিতে পারেনি।’

হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের অত্র প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত।অন্য একটা বিদ্যালয় থেকে আমাদের শিক্ষার্থীদের পরিক্ষায় বসানোর কথা ছিলো। তবে সেই বিদ্যালয় থেকে আমার শিক্ষার্থীদের প্রবেশ পত্র এখনও দেয়নি। এনিয়ে বিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বিদ্যালয় সভাপতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়েছে। আশা করি একটি সুষ্ঠু উপায় বের হবে।’

এদিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং অবিভাবকরা সকাল থেকেই বিদ্যালয়ে অবস্থান নিয়েছে।

এব্যপারে উখিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ জানান, ‘ইউএনও স্যার বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। স্যার শিক্ষার্থীদের উপজেলায় ডেকেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা প্রবেশ পত্র পায়নি এই বিদ্যালয় থেকে আগে উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়নি৷ জানালে অনেক আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। এমন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন এই শিক্ষা কর্মকর্তা।’

Inga kommentarer hittades