close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কক্সবাজারে নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার, দপ্তরীর ১০ দিনের কারাদন্ড।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলাতে চলমান দাখিল পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে উপজেলা নির্বাহী অফিসার। একই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে নকলের সহায়তার অভিযোগে উক্ত মাদরাসার দপ্তরীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং কেন্দ্রের ৩নং কক্ষের সকল শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন।

গতকাল (২৭ এপ্রিল) দুপুরে মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্র পরিক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নকল সরবরাহের অভিযোগের ভিত্তিতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ কেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহের প্রমান পাওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করেন।

বহিস্কৃত শিক্ষার্থী উপজেলার হোয়ানক রশিদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরি উপজেলার পুটিবিলা মাদ্রাসায় কর্মরত।

জানা যায়, অভিযুক্ত দপ্তরী আকতার হোসেন পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার্থীদের নকলের সহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নজরে আসার পর দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হেদায়েত উল্যাহ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দপ্তরীকে আটক করেন এবং মোবাইল কোর্ট আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে নকলের সাথে জড়িত থাকায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। তারই ধারাবাহিকতায় পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরীকে শাস্তির আওতায় আনা হয়েছে। পরবর্তীতেও নকল বা যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং আরও জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নকল প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।’

Tidak ada komentar yang ditemukan


News Card Generator