close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে মামার দায়ের কোপে প্রাণ গেল ভাগ্নের!

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে আপন মামা ও মামাতো ভাইদের ওপর মো. কাশিম (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. কাশিম (৩৫) ফিশিংবোট শ্রমিক। তিনি ওই এলাকার মো. কালামিয়ার পুত্র। নিহত কাশিমের ভাই ও স্ত্রী বলেন, টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে  কাশিমের সাথে তার আপন মামা মো.গফুর ও গফুরের অপর ভাই হাছন আলীর সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় কাশিমের ছয় বছরের কন্যা শিশু সকালে স্কুলের যাওয়ার পথে তাকে পথ অবরোধ করে মারধর করতে চায় হাছন আলী গফুর ও তার পরিবার।

পরে স্থানীয়রা শিশুটিকে স্কুলে পৌঁছে দিলে গফুর, হাছন আলী, গফুরের পুত্র সাজ্জাদ, শাহেদ খান, রিফাত ও রাসেল স্থানীয় কবির বাজারে গিয়ে কাশিমকে মারধর করে। কাশিম বাজার থেকে প্রাণে বাঁচতে দৌড়ে বাড়িতে চলে আসলে গফুর, হাছন আলী, সাজ্জাদসহ অন্যান্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে কাশিম কে কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. কাশিম কে মৃত ঘোষণা করে।

এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ  কাইছার হামিদ আইনিউজ বিডি'কে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

لم يتم العثور على تعليقات