close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কক্সবাজারে কুরবানির গরু কিনে ফেরার পথে ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় কুরবানির গরু কিনে ফেরার সময় ডাকাতের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ১ টার দিকে জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ একই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে। এছাড়াও এসময় ছুরিকাঘাতে আহত হয়েছে দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলী হোসেন শিকদার পাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৈয়বুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায় গর্জনিয়া বাজার হতে গরু নিয়ে ফরেস্ট অফিস এলাকায় আসলে পেছন হতে তাদের উপর আক্রমণ করে ডাকাত দল। এ সময় ডাকাত দলের একজনকে ধরে ফেলা হয়। পরে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পেছন থেকে ধারালো দা ছুরি দিয়ে হামলা করে ডাকাত দল। এসময় পারভেজ গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়া হলে সে মৃত্যুবরণ করে।’ তিনি আরও বলেন,‘ঘাতক ডাকাতদের ধরতে থানা পুলিশের অভিযান অভ্যাহত আছে।’

এছাড়াও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।












Hiçbir yorum bulunamadı