কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল,টাঙানো হয়েছে লাল পতাকা,,

Mohammad Shakil avatar   
Mohammad Shakil
কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল।টাঙানো হয়েছে লাল পতাকা।সমুদ্রে গোসল করা দর্শনার্থীদের জন্য করা হচ্ছে মাইকিং।এদিকে এই বৈরি আবহাওয়াতে চট্টগ্রাম,কক্সবাজারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।সন্ধ্যার ভিতর এসব এলাকায় ৪০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

Hiçbir yorum bulunamadı