close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কক্সবাজার-মহেশখালী নৌপথে সংযুক্ত হলো সি-ট্রাক

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-মহেশখালী নৌপথে সংযুক্ত হলো সি-ট্রাক!


কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হলো। একই সাথে মহেশখালী ঘাটে স্থাপন করা হলো পল্টুন। যা ছিলো একসময় মহেশখালী কক্সবাজার গণমানুষের স্বপ্ন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই রুটে পরীক্ষামূলকভাবে সি ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়। সি-ট্রাক যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সী ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয়দের মাঝে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস আনন্দ। 
দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্র পথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। আর নৌপথে যোগাযোগের একমাত্র বাহন ছিলো স্পীডবোট এবং ছোট ট্রলার। যা ছিলো অত্যান্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই সময় দুর্ঘটনা ঘটে থাকত। আর এই দুর্ঘটনা রোধে সী-ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে এখন মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দাবি, গত ১৫ বছর মহেশখালী জেটিঘাট কেন্দ্রীক সিন্ডিকেটের বাঁধায় এই রুটে সী-ট্রাক চালু করা যায়নি।

এ নিয়ে বিআইডব্লিউটি এর পরিচালক (প্রশাসন) এ কে এম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসবো।

আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সী-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।



Tidak ada komentar yang ditemukan