বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ হায়াত ও সুস্থতা কামনা করা হয়। দেশের গণতন্ত্রের জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে ও এখনো যারা চিকিৎসা অবস্থায় আছে তাদের সুস্থতা জন্য দোয়া করা হয়। দেশের স্থিতিশীলতা ফিরে আসা এবং একটি সুন্দর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।