close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কিশোরগঞ্জে কয়েক হাজার পরিবারের ঈদ উদযাপন

Ali Sohel avatar   
Ali Sohel
জানা যায়, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্‌ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।..

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও কিশোরগঞ্জের কয়েকি উপজেলার বিভিন্ন  গ্রামে কয়েক হাজার পরিবারের ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে।

সরকারি ভাবে ঈদ-উল-আযহা শনিবার (৭ জুন) উদযাপনের ঘোষণা থাকলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাকুন্দিয়া, কটিয়াদী ও বাজিতপুরের
এসব গ্রামে এক দিন আগে আজ শুক্রবার ৬ জুন সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করা হয়।

জানা যায়, তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্‌ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। তারা  শত বছরের ও বেশি সময় ধরে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখার সঙ্গে মিল রেখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

কিশোরগঞ্জে প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয় কুলিয়ারচর, পাকুন্দিয়া, কটিয়াদী ও বাজিতপুরের কয়েকটি এলাকায়। সকাল সাড়ে ৯টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং কোরবানির পশু জবাই দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এছাড়াও কুলিয়ারচর লক্ষ্মীপুর ও কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কুলিয়ারচর উপজেলা সহ কিশোরগঞ্জে চন্দনাইশ দরবার শরীফের আনুমানিক ২ হাজার অনুসারী আজ শুক্রুবার ঈদ উদযাপন করেছেন।

コメントがありません