close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কিশোরগঞ্জে ‘জুলাই দ্রোহ’ মিছিল , জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণজোয়ার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
In Kishoreganj, the student wing’s ‘July Protest’ rally demanded swift justice for the July genocide and reinstatement of student council elections across educational institutions.

কিশোরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত ‘জুলাই দ্রোহ’ মিছিল ও সমাবেশে দ্রুত জুলাই গণহত্যার বিচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হয়েছে।

কিশোরগঞ্জের শহীদ মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হওয়া ‘জুলাই দ্রোহ’ মিছিলের মাধ্যমে জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত এই মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে মিছিলে জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুল মাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলনের সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক সহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতারা অংশগ্রহণ করেন।

সভাপতি হাসান আল মামুন তার বক্তব্যে বলেন, “জুলাই সনদ ও গণহত্যার দ্রুত বিচার হওয়া অপরিহার্য। এটি কেবল অতীতের জন্য দায়বদ্ধতার প্রশ্ন নয়, বরং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ। আমরা দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি জানাই, কারণ ছাত্র সমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য।”

তিনি আরো যোগ করেন, “বর্তমান সময়ে আবারও দেশে চাঁদাবাজির সংস্কৃতি বেড়ে চলেছে, যা আমরা সহ্য করতে পারি না। এসব চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। আমাদের শিকড় বাংলাদেশের মাটিতে, অন্য কোথাও নয় — দিল্লি, পিন্ডি বা লন্ডন নয়। অপরাধের দায় অন্যের ঘাড়ে চাপানোর রাজনীতি বন্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

এই মিছিলের মাধ্যমে জুলাই গণহত্যার বিচার দাবি ছাড়াও ছাত্র সমাজের স্বার্থ রক্ষায় ও দেশের উন্নয়নে একতাবদ্ধ থাকার বার্তাও দেওয়া হয়।

 

Nessun commento trovato