close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খুমেকহা ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আল আমিন সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত ..

Khan Ahmed Iftekhar avatar   
Khan Ahmed Iftekhar
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. শেখ আল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. সাখাওয়াত হোসেন।..

সংগঠনটির সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষ (কে-২৯) ব্যাচের নিয়মিত পাশকৃত শিক্ষানবিশ ডাক্তারদের প্রত্যক্ষ সমর্থনে আগামী এক বছরের জন্য ‘ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬’ এ কমিটি গঠন করা হয়েছে।

২৯ সদস্য নিয়ে গঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডা. মো. তৌফিক হাসান, ডা. হাফিজুল হক, ডা. সানজিদা আফরোজ, ডা. অশ্রুত বসু হৃদ্য, ডা. এস এম শামসুল ইসলাম, ডা. জয়ী ঘোষ।

কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডা. তাহমিদ এম তাওসিফ নূর, ডা. মো. ফেরদৌস আহমেদ, ডা. পুষ্পিতা দাশ সৃষ্টি, ডা. মারিয়া ইসলাম মিতু, ডা. তামান্না তাবাসসুম লামিয়া, ডা. প্রত্যয় রায় এবং ডা. মানস মল্লিক কাঁকন ও ডা. নিলয় বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও দপ্তর সম্পাদক ডা. এস এম রাহাত সাকির, কোষাধ্যক্ষ ড. তরফদার মো. ফয়সাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শ্রী রিপন চন্দ্র পাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. মেহেদী হাসান কুসুম, সাংস্কৃতিক সম্পাদক ডা. প্রতাপ কুণ্ডু জয়, শিক্ষা সম্পাদক ডা. মো. মিরাজ পারভেজ।

অন্যান্য পদের মধ্যে বিজ্ঞান ও গবেষণা সম্পাদক ডা. পঙ্কজ কুমার পাল, ধর্মবিষয়ক সম্পাদক ডা. সাকিফ হোসাইন, ক্রীড়া সম্পাদক ডা. জহীরউদ্দিন মোহাম্মদ বাবর, রোগী কল্যাণ সম্পাদক ডা. সৌরভ পাল, সমাজ কল্যাণ সম্পাদক. ডা. প্রিন্স দাশ, ড্রাগ ও ব্ল্যান্ড ব্যাংক সম্পাদক ডা. বাঁধন দাশ, আপ্যায়ন সম্পাদক ডা. মো. রিয়াদ তালুকদার দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tidak ada komentar yang ditemukan