close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

খুলনায় বিকাশ ব্যবসায়ীকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।..

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামে বিকাশ ব্যবসায়ী মো. বনি আমিনকে গুলি করে ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ জুন) রাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় বনি আমিন বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, রূপসা ডিগ্রি কলেজের পাশে তার একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।

ঘটনার বর্ণনায় বনি আমিন জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করার সময় হেলমেট পরা দুইজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে মাংসপেশীতে লাগে।


এরপর দুর্বৃত্তরা দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও কিছু মোবাইল মিনিট কার্ড লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটকও করা যায়নি।

Tidak ada komentar yang ditemukan