ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী দরিদ্র ছাত্রী নাম(কখগ) যার বাড়ি খুলনার আড়ংঘাটায়।তার ছোট ভাই একজন ইজিবাইক চালক।অন্যের ইজিবাইক ভাড়া নিয়ে প্রতিদিনচালিয়ে সংসার নির্বাহ করতো।তার ইজি বাইকটি হারিয়ে গেলে ইজিবাইক মালিক হারিয়ে যাওয়া ইজিবাইকের টাকা দাবী করে।কিন্তু ওদের দেওয়ার সামর্থ্য না থাকায় একমাত্র সম্বল বসবাসের পাঁচ শতাংশ জমি লিখে দিতে হয়েছিল ঐ পাষন্ড ইজিবাইক মালিকের অনুকূলে। নিঃস্ব এই পরিবারের মেধাবী ছাত্রী ঘটনাটি বন্ধুদের মাঝে শেয়ার করলে এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। এই এসোসিয়েশন এর সদস্য একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঐ অসহায় পরিবারকে সহযোগিতার জন্য অ্যালামনাইয়ের সদস্যদের ফোন করেন। একই কারণে অ্যালামনাই এর অন্যতম সদস্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে ফোন দিলে তিনি অন্য কোন সদস্যকে ফোন দিতে নিষেধ করেন এবং একাই সমুদয় অর্থ দিবেন বলে আস্বস্ত করেন। সেই সমুদয় ৮৫০০০ (পঁচাশি হাজার) টাকা ইজিবাইক মালিকের হাতে বুঝিয়ে দিয়ে ঐ অসহায় পরিবারের বসবাসের ভিটা জমির দলিল ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন খুলনা কোটি মানুষের আস্থা মানবিক রাজনীতিক বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।