close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন আহত ২

Rudra Biswas avatar   
Rudra Biswas
খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন।

খুলনায় মহানগরীতে ফিল্ম স্টাইলে গুলি বর্ষন। এলোপাথাড়ি এগুলিতে ঘর সহ বিভিন্ন স্থানে থাকা ৩ যুবক গুলিবিদ্ধ।থানা পুলিশ কোন কারণ এখনো খুঁজে পাই নাই। 

 

 জানা গেছে খুলনা মহানগরের নিরালা তালুকদার কমিউনিটি সম্মুখে ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া ছুটতে থাকে। গুলিতে স্থানীয় মনির হাওলাদার ও হানিফ শেখ করিম নামের ৩ যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ১৪ অক্টোবর রাত ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

 

স্থানীয় পত্যক্ষ দর্শীরা জানান, নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯ নং রোডে ১০/১৫ জন দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। 

 

এ সময় মনির ও এলাকার বাসিন্দা আলম শেখের ছেলে এবং হানিফ শেখ একই এলাকার বাসিন্দা সিরাজ শেখের ছেলেগুলিবিদ্ধ হন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক, জনৈক ব্যক্তি জানান ৮/১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে ।আমরা অবাক হয়ে যাই। মনিরের সাথে আরও ২/৩ জন ছিল তারা দৌঁড় দিয়ে পালিয়ে যায়।

 

কিছু বুঝে উঠার আগেই মনিরের গায়ে গুলি লাগে। মনির ট্রাক থেকে সিমেন্ট নামানোর কাজ করে।মনির কাজ শেষে চায়ের দোকানে বসে চা পান করছিল। আর ওদের মজুরি ভাগ করছিল। এ সময় বসে থাকা হানিফের গায়েও গুলি লাগে। হানিফ রাজ মিস্ত্রীর কাজ করে। এরা কোন মারামারি বা কোন কিছুর সাথে জড়িত নয়।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) সহকারি কমিশনার ( মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের গুলিবিদ্ধ হন। 

 

এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

 

কি কারণে দুর্বৃত্তরা তাদের গুলি করেছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ জানান। তবে দুর্বৃত্তদের ধরার জোর প্রচেষ্টা চলছে।

No comments found


News Card Generator