close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

খানসামায় মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

Azizar Rahman avatar   
Azizar Rahman
দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শরীফ উদ্দিন সরকারকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।..

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: শুক্রবার (১৫ আগস্ট) সকালে পাকেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পাকেরহাট জিয়ামাঠ এলাকার বাসিন্দা।

গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন শরীফ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ৩ আগস্ট বাড়ি ফেরেন এবং ৬ আগস্ট মারা যান। পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।

এ ঘটনায় তাঁর ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

খানসামা থানার ওসি নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাকিনুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Aucun commentaire trouvé