মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৭ হাজার করে চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জানা গেছে, জেলায় নির্ধারিত ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।
দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”