মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আহত ভ্যানচালক উপজেলার ক্লাবের হাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। জানা যায়, ভ্যানচালক ভাড়া নিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, হামলাকারীরা ছিনতাইকারী চক্রের সদস্য। আক্রমণে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত আহত ব্যক্তি প্রকৃত পরিচয় সনাক্ত করা যায়নি।