close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

খাগড়াছড়িতে মাহিন্দ্রা গাড়ি উল্টে নারীর মৃ*ত্যু,আ*হত ৩

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
খাগড়াছড়ির  মাটিরাঙ্গায় মাহিন্দ্রা গাড়ি উল্টে প্রমিলা ত্রিপুরা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি বিরাশিটিলা এল..

খাগড়াছড়ির  মাটিরাঙ্গায় মাহিন্দ্রা গাড়ি উল্টে প্রমিলা ত্রিপুরা (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি বিরাশিটিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্রমিলা ত্রিপুরা মাইছছড়ির সাথী পাড়া এলাকার মৃত জন্মজয় ত্রিপুরার স্ত্রী।

 

স্থানীয়রা জানায়, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাদের বহন করা মাহিন্দ্রা গাড়ি উল্টে সড়কের পাশে পরে যায়।

এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator