close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস—বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ করলেন জাহের আলভী..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
On the 50th death anniversary of Bangabandhu Sheikh Mujibur Rahman, actor Zaher Alvi paid tribute, sparking discussions on social media with his heartfelt post.

১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানালেন অভিনেতা জাহের আলভী। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আজ ১৫ আগস্ট, জাতির ইতিহাসে এক কালো অধ্যায়—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে, একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে নৃশংসভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে। এই নির্মম হত্যাকাণ্ডে চিরকাল কলঙ্কিত হয়ে আছে বাংলাদেশের ইতিহাস।

বিগত আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছে এবং এদিন সরকারি ছুটি ঘোষণা করেছিল। কিন্তু গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়। ফলে এবার ১৫ আগস্ট কোনো সরকারি কর্মসূচি ছাড়াই পেরোচ্ছে, যদিও বেসরকারি পর্যায়ে ও সামাজিক মাধ্যমে দিনটি ঘিরে শোক ও শ্রদ্ধা প্রকাশ অব্যাহত রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম স্পষ্টভাবে জানিয়েছেন—এই দিনে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সিদ্ধান্তে আনুষ্ঠানিক শোক অনুষ্ঠান না হলেও, নেটিজেনরা সামাজিক মাধ্যমকে বেছে নিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য। ছবি, ভিডিও, প্রবন্ধ ও নানাবিধ পোস্টে তাঁরা বঙ্গবন্ধুকে স্মরণ করছেন। এই শোক প্রকাশের ধারায় অংশ নিয়েছেন বিনোদন জগতের তারকারাও।

আজ শুক্রবার ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী তাঁর সামাজিক মাধ্যমের ব্যক্তিগত প্রোফাইলে বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করেন। ছবিটির সঙ্গে তিনি লিখেছেন—“কেউ মানুক আর না মানুক, আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।” তাঁর এই সরল অথচ আবেগপূর্ণ বার্তাটি দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই তাঁর পোস্ট শেয়ার ও কমেন্ট করে নিজেদের শ্রদ্ধা প্রকাশ করছেন।

জাহের আলভীর সামাজিক মাধ্যমে প্রকাশিত এই পোস্টটি কেবল ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি সাহসী বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। কারণ, সরকারি পর্যায়ে কর্মসূচি বন্ধ থাকলেও ব্যক্তিগত পর্যায়ে তিনি স্পষ্ট করে দিনটিকে শোক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

উল্লেখযোগ্য যে, কদিন আগে জাহের আলভী একাত্তর ও মুক্তিযুদ্ধ সম্পর্কেও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন, যা নেটিজেনদের মধ্যে প্রশংসিত হয়। তাঁর এই ধারাবাহিকতা প্রমাণ করে যে, তিনি শুধু অভিনয়ে নয়, সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটেও সচেতন ও সক্রিয়।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করেন—শিল্পীরা তাঁদের কাজের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়েও কথা বললে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। জাহের আলভীর এই পোস্ট সেই উদাহরণকে আরও শক্তিশালী করেছে।

৫০ বছর আগে ঘটে যাওয়া ১৫ আগস্টের সেই ট্র্যাজেডি আজও দেশের মানুষকে ব্যথিত করে। সরকারিভাবে যেভাবেই দেখা হোক না কেন, অনেকের কাছে এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং বেদনা, ইতিহাস এবং বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার প্রতীক। জাহের আলভীর মতো মানুষরা ব্যক্তিগতভাবে সেই স্মৃতি ধরে রাখছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা মনে করিয়ে দিচ্ছেন।

No comments found