ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ নুর আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের কলমিভিটা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক নুর আলম ওই এলাকার আতিকুল ইসলাম কালাইয়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নুর আলম একজন উঠতি সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। সে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি করে এবং এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত সোমবার রাতে বিল কাঠুরিয়া এলাকায় এক দোকানির কাছ থেকে অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে পুলিশের অভিযানে বৃহস্পতিবার তাকে আটক করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নুর আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তার অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে।”