বৃহস্পতিাবার (১৯ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণী।
প্রশিক্ষণে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি উপ পরিচালক মো: আব্দুল আওয়াল (শস্য), উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হানিফুজ্জামান।
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: হুমায়ুন দিলদার বলেন,“কৃষক হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। তাদের আধুনিক চাষাবাদের জ্ঞান থাকলে উৎপাদন বাড়বে, কৃষি হবে আরও লাভজনক।”
প্রশিক্ষণের মূল বিষয়সমূহ: আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জমিতে সুষম ও সঠিক মাত্রায় সার প্রয়োগ, নিরাপদ কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মোকাবিলায় করণীয়, মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের মাঝে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে বলে আয়োজকরা জানান।