close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কেন্দুয়ায় আগুনে নিঃস্ব টিটন মিয়া: সহায়তার অপেক্ষায় চোখে জল..

Md Humayun avatar   
Md Humayun
দিনের শেষে ছাই আর কান্না, একটি পরিবার হারিয়েছে সবকিছু নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত (উত্তরপাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছেন টিটন মিয়া।..

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বুধবার (২৫ জুন) রাত আড়াইটার দিকে পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘর, ঘরে থাকা সব আসবাবপত্র, ব্যবহার্য সামগ্রী এবং সংলগ্ন গোয়ালঘর।

 

টিটন মিয়া ওই গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে। তিনি জানান, আগুন এত দ্রুত ছড়ায় যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবকিছু ধ্বংস হয়ে যায়।

 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল বলেন, ঘর, মালামাল ও গোয়ালঘরের ক্ষয়ক্ষতি মিলিয়ে অন্তত ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। টিটন মিয়ার ঘরে এখন একমুঠো চালও নেই। একটি বালিশ, একটি খাট বা একটি কম্বল, কিছুই অবশিষ্ট নেই।

 

দুর্বিষহ অবস্থায় পড়া পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। চোখে জল, মনে আশঙ্কা আর একরাশ অনিশ্চয়তা নিয়ে তারা তাকিয়ে আছেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিত্তবান সমাজের দিকে।

 

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। সরেজমিন তদন্ত করে দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

Комментариев нет


News Card Generator