এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোতাকাব্বির খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জাকারুল ইসলাম, ব্যবসায়ী নয়ন গুণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোতাকাব্বির খান বলেন, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৫০১ মেট্রিক টন বোরো ধান ও ৪ হাজার ২৫০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সংগ্রহের আওতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতি কেজি ধান ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ক্রয় করা হবে।