close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কে পাবে জিন হ্যাকম্যান  এর ৯৭১ কোটি টাকার সম্পত্তি ?

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
গত ২৬ ফেব্রুয়ারি অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার মরদেহ , নিউ মেক্সিকোর নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছিল। ..

বর্তমানে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন গত সপ্তাহেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তাঁদের। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, কে হবেন  জিন হ্যাকম্যানর রেখে  যাওয়া  ৮ কোটি মার্কিন ডলার বা ৯৭১ কোটি টাকার   সম্পত্তির উত্তরাধিকার? বিনোদনবিষয়ক মার্কিন গণমাধ্যম পেজ সিক্স এর বরাতে জানা গেছে, হ্যাকম্যান তাঁর ইচ্ছাপত্রে লিখে গেছেন, তাঁর এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন দ্বিতীয় স্ত্রী আরাকাওয়াই। ২০০৫ সালের পর এই ইচ্ছাপত্রে আর কোনো বদল করা হয়নি বলেই জানা যাচ্ছে।

এদিকে হ্যাকম্যানের প্রথম স্ত্রী ফায়ে মালটেসের সঙ্গে তাঁর তিন সন্তান (ক্রিস্টোফার, লেসলি এবং এলিজ়াবেথ) যাদের প্রত্যেকের বয়স এখন ৫৮ থেকে ৬৫-এর মধ্যে।  হ্যাকম্যানের এই তিন সন্তানের মধ্যে কারও নাম সম্পত্তির প্রাপক হিসেবে উল্লেখ করা ছিল কি না!এখনো জানা যায়নি।   কারণ জিন হ্যাকম্যান এর দ্বিতীয় স্ত্রী আরাকাওয়ার কোনো সন্তান ছিল না। ফলে এই মুহূর্তে যেকোনো আইনি লড়াই শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর তেমন ইঙ্গিতও পাওয়া গেছে।জানা গেছে, হ্যাকম্যানের বড় ছেলে ৬৫ বছরের ক্রিস্টোফার ইতিমধ্যেই এক আইনজীবীর দ্বারস্থ হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, তাঁর বোনেরাও যে জমি ছেড়ে দেবেন, এমন সম্ভাবনা কম।

এরই পাশাপাশি আরাকাওয়া আবার তাঁর এক ইচ্ছাপত্রে  সব সম্পত্তি এক অছির হাতে ন্যস্ত করার কথা লিখে রেখে গেছেন। তাঁর ইচ্ছা অনুযায়ী, চিকিৎসাসংক্রান্ত সব খরচ মেটানোর পর সব সম্পত্তি দাতব্য করে দেওয়া হবে। এ ছাড়া একটি শর্ত তিনি দিয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, যদি তাঁর স্বামী তাঁর মৃত্যুর পর ৯০ দিন পর্যন্ত বাঁচেন, তাহলে সব সম্পত্তির উত্তরাধিকারী হবেন হ্যাকম্যানই। কিন্তু এই শর্ত ইতিমধ্যেই মূল্যহীন হয়ে পড়েছে।

হ্যাকম্যানের পেসমেকার থেকে জানা যায়, তাঁর মৃত্যু হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি। শৌচাগার থেকে পাওয়া যায় আরাকাওয়ার দেহ। সপ্তাহখানেক আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে  বলে পুলিশ দাবি করেন। সম্ভবত ফুসফুসের রোগে আক্রান্ত হন তিনি। গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয় হ্যাকম্যানকে। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে তিনি হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন।

১৯৩০ সালের ৩০ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনো শহরে জন্মগ্রহণ করেন হ্যাকম্যান। তাঁর  প্রথম চলচ্চিত্র ছিল ওয়ারেন বেটির ‘লিলিথ’।আর্থার পেনের ‘বনি অ্যান ক্লাইড’ দিয়ে পার্শ্বচরিত্রে প্রথমবার অস্কার মনোনয়ন পান ১৯৬৭ সালে। ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব–অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান   ১৯৭০ সালে। এরপরই আসে সেই বিখ্যাত সিনেমা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পান। উইলিয়াম ফ্রিডকিনের সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator