কচুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান..

shahadat hossain Munsy avatar   
shahadat hossain Munsy
সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ফ্রি  চিকিৎসা সেবা প্রদান  করা হয়েছে।..

কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজিমুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে কচুয়ার হযরত শাহ নেয়ামদ শাহ  উচ্চ বিদ্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার কচুয়া নেয়ামত শাহ স্কুলের দ্বিতীয় তলায়  ৯ টা থেকে  সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ফ্রি  চিকিৎসা সেবা প্রদান  করা হয়েছে। ফ্রি  মেডিকেল ক্যাম্পে চর্ম, যৌন, এলার্জি, দাউদ পাপড়ি জড়িত রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।  কচুয়ার সন্তান ফেসবুক পেজ সদস্যরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সহায়তায় কাজ করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, শাহাদাত, আসিফ, মাহমুদ, তামিম হোসেন, তন্ময়, সাথী আক্তার, প্রমুখ

shahadat hossain Munsy
shahadat hossain Munsy منذ 24 أيام
কচুয়া থেকে শাহাদাত
0 0 الرد
أظهر المزيد