কচুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি পক্ষ পালিত

shahadat hossain Munsy avatar   
shahadat hossain Munsy
****

জামায়াত ইসলামী কচুয়া ১ নং সাচার ইউনিয়নের ১ নং ওয়ার্ড আয়োজিত জোয়ারীখোলা বায়তুল মামুর মসজিদে এক দাওয়াতি সমাবেেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিবিরের সাবেক সভাপতি এবং  ১ নং সাচার  ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোঃ মনির হোসেন হেলালী। সাচার ইউনিয়ন জামাতের আমির   মীর অহীদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আবু তাহের এর পরিচালনায় ১নং ও ২ নং ওয়ার্ডের সভাপতি  যথাক্রমে  জাহাঙ্গীর হোসেন  এবং ডাক্তার আব্দুল মান্নানের ব্যবস্থাপনায়  আগত যুবক মুসল্লীগন জামায়াত ইসলামী এর সহযোগী সদস্য হতে  আগ্রহ প্রকাশ করেন এবং  মুহাদ্দিস আবু নছর আশরাফী কে ভোট দিয়ে এমপি করার প্রত্যয় ব্যক্ত করেন । সভায় আরো বক্তব্য রাখেন  চাঁদপুর সদর থানার সাবেক শিবির সভাপতি ও রিপোর্টার্স  ইউনিটি কচুয়া উপজেলা  সভাপতি সাংবাদিক  মাওলানা নুরুল হক প্রধান

No se encontraron comentarios