close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

কচুয়ায় দিশারী মেডিকেলের ফ্রি মেডিকেল কেম্প

shahadat hossain Munsy avatar   
shahadat hossain Munsy
কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টার ও দিগন্ত দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত।। ..

কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টাকলপর ও দিগন্ত দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত।। 

কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টা রের উদ্যোগে ফ্রি মেডিকেল কেম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১মার্চ সকাল থেকে  কচুয়া পৌরসভার ২ নং কোয়া চাঁদপুর প্রাঃ বিদ্যাালয় প্রাঙ্গনে   ফ্রি মেডিকেল ক্যাম্পিং সেবা দিয়েছে কচুয়ার সনামধন্য গাইনী ডাঃ নাছরিন সুলতানার তত্ত্বাবধানে পরিচালিত দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের ফ্রি সেবা দিয়েছেন , ডা, নাছরিন সুলতানা, চক্ষু  ডাঃ সাগর চন্দ্র সরকার। ফ্রি মেডিকেল কেম্প পরিচালনা করেন নবদিগন্ত সম্পাদক ও দিশারী ক্যাডেট স্কুল মাদ্রাসা পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা প্রফেসর শাহ এমরান, বক্তব্য রাখেন, কমিশনার জাহাঙ্গীর আলম, কোয়া চাঁদপুর প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক আরিফুল ইসলাম,, মিজানুর রহমান মিন্টু, কোয়া  চাঁদপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইয়াকুব হোসেন, আবুল বাশার, জাফরুল হাসান, আবুল কালাম প্রমুখ।  ফ্রী মেডিকেল কেম্পে ২০০শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন মাাসুম বিল্লাল, তনময়, ফরিদা, সাথী আক্তার  সহ বড় বাড়ী মসজিদ কমিটির নেতৃবৃন্দ। সকলের আন্তরিক সহযোগীতায় সর্বস্তরের মানুষ উক্ত মেডিকেল কেম্পে জুমার পূর্ব পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালিত হয়।

No comments found