কচুয়ায় বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
। সোমবার সন্ধার পর চাঁদপুরের কচুয়ায় শাসন খোলা গ্রামের বড় বাড়ীর পাশে খেতে সেলু মেশিন দিয়ে খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে দুই সহদর ভাই আহত হলে বাড়ীর লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক উবয়কে মৃত্যু ঘোষণা করে। তারা হলেন হাছানাত বকাউল (৩৫) পিতা কবির বকাউল, মোঃ খোরশেদ বকাউল (৫০)।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
コメントがありません