close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কবির বিন সামাদের সাথে অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চেয়ারম্যান আব্দুর রউফ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
আলিপুর চেকপোস্টে ইসলামী জলসায় অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কবির বিন সামাদের সাথে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ..
শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: গতকাল বুধবার (২৩ এপ্রিল '২৫) সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে আমাদেরই আয়োজনে ইসলামী জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে দিত্বীয় আলোচক হিসেবে ইসলামী আলোচক ও সঙ্গীত শিল্পী কবীর বিন সামাদ উপস্থিত ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে একটি হাদিস জানার জন্য তার কাছে জিজ্ঞাসা করা হয়। 
 
তিনি সরাসরি উত্তর না দিয়ে অন্যভাবে বুঝাতে যেয়ে আমাকে হেয়যুক্ত শব্দ ব্যবহার করায় আমি তাৎক্ষণিক ধৈর্যচ্যুতি হই এবং হুজুরকে বিভিন্ন কথা বলি। যেটা নিজের কাছেও খারাপ লাগছে। অনাকাঙ্ক্ষিত এঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ।
 
আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
চেয়ারম্যান 
৭নং আলিপুর ইউনিয়ন পরিষদ 
সাতক্ষীরা সদর - সাতক্ষীরা।
No se encontraron comentarios


News Card Generator