কবি-রবি ডাকুয়ার বর্ষার কবিতা

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
তোমায় স্মরণে বরোষণে
রবি ডাকুয়া

এই শ্রাবণ ঘোর বসন্ত মোর,
কদম্ব ডালে লেগেছে ভ্রমর।
এই বৃষ্টির দিনে তুমি বিনে
ভালোলাগেনা চাঁদ জ্যোৎস্না ধোয়া জল,
ভালোলাগে জড়িয়ে তোমার আদ্র আঁচল।
নিরেট চোখের নিরবতার হাজার শব্দে
তোমার জন্যে ঝাপসা চোখে অপেক্ষার কবিতা লিখি ধবধবে।
কত মেঘ জমা কথারা
ঝরে কবিতার মত,
জানেনা সে হৃদয়ের ক্ষত।
আমার সহস্র কবিতার ভিড়ে,
তোমাকে যেন পাই ফিরে ফিরে।
যখন মেঘ ঘনায়
মনের বিষন্নতায় নদীও মরে যায়,
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে লুকিয়ে।

বিষন্ন সময়ে বিপন্ন কিছু ভালবাসা,
তোমায় পাওয়া যেন জীবনের আলো আসা।
কিছু আচ্ছন্নতার হাতছানিতে ডাকে আমায়,
নীল জ্যোৎস্না বোঝেনা সে রাতের অনুশোচনায়।
আলোকনগরীর প্রেম নিয়ে জাগরিত
হৃদয়ের ছায়াপথে অগনিত অপেক্ষারা।

নদী ভরা জল কাঁদে ছলোছল,
হৃদয়ের আঙিনায় কাঁদে এমন আঁখি নয়।
মেঘনার বুকে আর ওই যমুনায় সুখে
নয়নো সরোবরে ডাকেনাতো সবারে,
এ জলও ভীষণ ছলোছলো,
ঝরে কেবল প্রবল তোমার তরে অগোছালো,
আরো যতনো করে দুঃখ আনো কাব্য করে কাঁদবো।
চাঁদ ধোঁয়া জল,আঁখি ছলোছল,
মন বলে কত কাব্য করে কাঁদবো।
এই বরোষণ কাঁদে বুঝি করে তোমায় স্মরণ।

没有找到评论