close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের ১৭ দিনের কারাদণ্ড..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
মা ইলিশ সংরক্ষণ অভিযান এর অংশ হিসেবে

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ অক্টোবর) সকালে কঁচা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেকে আটক করেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত জেলের নাম বেল্লাল ফকির (৩৫)। তিনি কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেল্লাল ফকির কঁচা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। খবর পেয়ে প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা সম্পূর্ণ অবৈধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন নদ-নদীতে প্রশাসন ও মৎস্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।

Nema komentara


News Card Generator